শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ধরে নিয়ে গেছে পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে দুলুকে তার গুলশানের বাসা থেকে নিয়ে যায় পুলিশ।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে, জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদকেও পুলিশ আটক করে। তাকে তার শেওড়াপাড়ার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।