বুধবার, ২৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
বিএনপির মধ্যে কোন বিভেদ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হুইপ অধ্যাপক মো. শাহজাহান মিঞা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত শাহবাজপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কর্মী সম্মেলনে তিনি বলেন, আপনারা কোন দ্বন্দ্বে লিপ্ত হবেন না। গত ছয় মাস আগেও কিন্তু আমরা কথা বলতে পারতাম না। বিএনপিসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতা সবাই মিলে আন্দোলন করে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারকে দেশের মাটি থেকে তাড়িয়ে দিয়ে সবাই ভালো আছি।
তিনি আরও বলেন, এই সুদিন আমাদের বজায় রাখতে হবে। সামনের দিনে সবাইকে একমত হয়ে দেশ ও জনগণের কল্যাণে আগামী নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করতে হবে। অনুষ্ঠানে শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আদিনা সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক।
এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, সদস্য সারওয়ার জাহান সেন্টু ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারীসহ অন্যরা। এছাড়া বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।