বিএনপির ‘৩১ দফা’ রূপরেখায় মৎস্যসম্পদ খাতের উন্নয়নের লক্ষ্যে মৎস্য বীমা চালু করা হবে : বিএনপি নেতা রায়হান

আপডেট: জুন ১৪, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রায়হানুল আলম রায়হান বলেছেন, বিএনপির ‘৩১ দফা’ রূপরেখায় মৎস্যসম্পদ খাতের উন্নয়নের লক্ষ্যে মৎস্য বীমা চালু করার কথা বলা হয়েছে। এছাড়াও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নে কৃষিপণ্যের জন্য সরকারি ক্রয়কেন্দ্র স্থাপন করা হবে। প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও শস্য বিমা, পশু বিমা, মৎস্য বিমা ও পোলট্রি বিমা চালু করা হবে। কৃষি জমির অকৃষি ব্যবহার নিরুৎসাহিত করা হবে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও গবেষণার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও রপ্তানিমুখী কৃষি প্রক্রিয়াকরণ শিল্প খাতকে প্রণোদনার আওতায় আনা হবে। সেই লক্ষ্যে শনিবার (১৪ জুন) বিকেলে হরিপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের উদ্যোগেচর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিএনপি’র ‘৩১ দফা’ কর্মসূচি সম্পর্কে অবহিত করার লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

জেলা বিএনপির সদস্য মো. রায়হানুল আলম রায়হান আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ‘৩১ দফা’ রুপরেখায় স্বাস্থ্যসেবা প্রবর্তন করে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করার কথা বলা হয়েছে । জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ অর্থ বরাদ্দ করা হবে। দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধাবঞ্চিত হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তাবেষ্টনী আরও সম্প্রসারিত করা হবে।

এসময় হরিপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. আনারুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা হিটলার, পারিলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শামসুল আলম, হরগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, পবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মোস্তাকিম রহমান, রাজশাহী জেলা প্রজন্ম একাত্তর আহ্বায়ক মো. মিলন শেখ, পবা উপজেলা শ্রমিক দল আহ্বায়ক মোহাম্মদ শরিফুল ইসলাম, আহবায়ক, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মাজদার হোসেন, হরিপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি আমিনাল মারুফ প্রমুখ।