বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি ঘোষিত ‘৩১ দফা’র বিভিন্ন দিক তুলে ধরে জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান বলেন, ‘বিএনপি ‘৩১ দফা’ রূপরেখা জনগণের ভাগ্য পরিবর্তনের সনদ। দেশের সার্বিক উন্নয়নে বিএনপির বিকল্প নেই। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই ‘৩১ দফা’ রূপরেখায় কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। তাদের উৎপাদিত প্রতিটি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। এ জন্য কোনো মধ্যস্বত্বভোগী নয়, সরকার সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কিনবে। আর তা নিশ্চিত করতে পর্যায়ক্রমে দেশের সব ইউনিয়নে সরকারি ক্রয়কেন্দ্র স্থাপন করা হবে।’
সোমবার (২৩ জুন) বিকেলে মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের শ্যামপুর বাজার এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি ঘোষিত ‘৩১ দফা’ কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করতে এই বৈঠকের আয়োজন করা হয়।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান বলেন, কৃষিখাতকে সুরক্ষা দিতে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও শস্য বিমা, পশু বিমা, মৎস্য বিমা ও পোলট্রি বিমা চালু করা হবে। পাশাপাশি কৃষিজমির অকৃষি ব্যবহার কঠোরভাবে নিরুৎসাহিত করা হবে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও গবেষণায় অগ্রাধিকার ভিত্তিক কর্মকৌশল প্রণয়ন এবং রপ্তানিমুখী কৃষি প্রক্রিয়াকরণ শিল্পে বিশেষ প্রণোদনা দেওয়ার কথাও ‘৩১ দফা’ রূপরেখায় বলা হয়েছে।
কৃষির পাশাপাশি জনস্বাস্থ্য নিয়েও বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন রায়হান। তিনি বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রবর্তন করে সবার জন্য হেলথ কার্ড চালু করার কথা বলা হয়েছে। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতের জন্য জিডিপির ৫ শতাংশ অর্থ বরাদ্দ নিশ্চিত করা হবে।”
এছাড়াও তিনি দারিদ্র্য বিমোচনে বিএনপির পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, “যতদিন দারিদ্র্য পুরোপুরি বিমোচন না হবে, ততদিন সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তাবেষ্টনী আরও সম্প্রসারিত করা হবে।”
এই সময় উপস্থিত ছিলেন ঘাসিগ্রাম ইউনিয়নের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আলী, রাজশাহী জেলা কৃষক দলের সদস্য মুকুল আলী, ঘাসি গ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য হাফিজুর রহমান, মোহনপুর উপজেলা একাত্তরপ্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি শাহাবুল ইসলাম, ঘাসিগ্রাম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, একাত্তর প্রজন্ম দলের সদস্য মুস্তফা হোসেন, শাহার আলী, শ্যামপুরহাট ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মাহফিল ইসলাম, সাধারণ সম্পাদক সোহাগ আলী, মোহনপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মাইনুল ইসলাম হিরো।