বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক কর্মসূচির নামে পুড়িয়ে মানুষ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা ও মহানগর। মানববন্ধনে জামাতের রাজনীতি আইন করে বন্ধের দাবিও তোলা হয়।
শনিবার (২৩ ডিসেম্বর) রাজশাহী নগরীর জিরোপয়েন্টের সামনে মানববন্ধনটি করা হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহানের সভাপতিত্বে এবং মহানগরের সাধারণ সম্পাদক প্রকৌশলী তামিম শিরাজী’র সঞ্চালনায় মানববন্ধে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান, মহানগরের সভাপতি আবদুল লতিফ চঞ্চল, জেলার সাধারণ সম্পাদক অ্যাড. জোসনা আরা, সহসভাপতি সাবেক উপাধাক্ষ রইস উদ্দীন, সহসভাপতি অঞ্জনা সরকার, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, মহানগরের দফতর সম্পাদক ওয়ালিউর শেখ, যুবফ্রন্টের সাধারণ সম্পাদক মাহফুজ, স্টুডেন্ট ফ্রন্ট্রের সভাপতি ইখতিয়ার প্রামাণিক।