বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ


বাগাতিপাড়া প্রতিনিধি :


নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রশিদ চৌধুরীর বাড়িতে গুলি বর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল রানা (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ভাটোপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল রানা ওই এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে এবং নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের পুত্র ইয়াসিন আরশাদ রাজনের অনুসারী।

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর রাত ১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জৈন্তিপুর এলাকায় ওই বিএনপি নেতার বাড়ির জানালা ও দেয়াল উদ্দেশ্য করে ৯ রাউন্ড গুলি ছোড়া হয়। ওই রাতেই পুলিশ সেখান থেকে ৭ রাউন্ড গুলির খোসা এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করে। পরে এ নিয়ে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন ওই বিএনপি নেতা।