বিএনপি নেতা আমির খসরু গ্রেফতার

আপডেট: নভেম্বর ৩, ২০২৩, ৭:৩৬ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক:


ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে গুলশান-২ নম্বর এলাকার ৮১ নম্বর রোডের বাসা থেকে আমির খসরুকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও গোয়েন্দা প্রধান (ডিবি) মুহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা তিনি নিশ্চিত করেননি।

গোয়েন্দা সূত্র জানায়, আমির খসরুর গুলশানের বাসা ঘিরে ফেলে ডিবি। এরপর তাকে গ্রেফতার করা হয়। নাশকতা সৃষ্টির মামলাসূত্রে তাকে গ্রেফতার করা হয়।
আমির খসরুর ছেলের উদ্ধৃতি দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন