বিএফইউজে সভাপতি গাজীর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান করেছে আরইউজে

আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১০:৫০ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আরইউজে মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।



রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক ও আরইউজের সাবেক সভাপতি সরদার আবদুর রহমান, বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক, আরইউজের সদস্য ডালিম হোসেন শান্ত, দৈনিক সংগ্রামের রিপোর্টার মেসবাউল ইসলাম দিনার, ইসলামিক টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি রেজাউল ইসলাম প্রমুখ।

এতে অন্যদের মধ্যে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের প্রথিতযশা সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ