রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন বরেন্দ্র এলাকায় খালের পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ-২য় পর্যায় (ইআইবিএ) প্রকল্পের আওতায় বিএমডিএ বাগমারা জোনে বাস্তবায়িত ও চলমান বিভিন্ন কাজের পরিদর্শন করেছেন বিএমডিএ’র চেয়ারম্যান বেগম আখতার জাহান।
বুধবার (২২মে) বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের কুচামারা খাল পরিদর্শন করেন, বিএমডিএ’র চেয়ারম্যান বেগম আখতার জাহান ও নির্বাহী পরিচালক আব্দুর রশীদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, প্রকল্প পরিচালক নাজিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী রফিকুল হাসান, সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন, উপসহকারী প্রকৌশলী শামসুল আলম প্রমুখ।