বিএসএফকে হারালো বিজিবি

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০১৭, ১২:১৩ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


বাংলাদেশ ও ভারত দুই দেশের সীমান্তরক্ষীদের প্রীতি বাস্কেটবল ম্যাচে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) হারিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বাস্কেটবল জিমনেশিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৪০-২৯ পয়েন্টে জয় পায় বিজিবি।
১৮ থেকে ২২ ফেব্রুয়ারি বিজিবি ও বিএসএফ-এর মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন উপলক্ষে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
ম্যাচ চলাকালে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন ও বিএসএফ মহাপরিচালক শ্রী কে কে শর্মা। এছাড়া মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে অংশগ্রহণকারী দুই দেশের প্রতিনিধিরা প্রীতি বাস্কেটবল ম্যাচ উপভোগ করেন। খেলা শেষে দুই দেশের মহাপরিচালক বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খায়রুল আলম ফরহাদ।