মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
মাদক কারবারি মো. রেন্টু (৪০), চোরাচালানের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পোশাক পরে সীমান্ত এলাকায় যেতেন। ফলে বিএসএফ কিংবা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাকে চিনতে পারত না।
রোববার (১২ পস) রাতে র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসির একটি দল তাকে গ্রেপ্তার করেছে। এ সময় তার বাড়ি থেকে ৮০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১১৫ ইয়াবা ও বিএসএফের পোশাক জব্দ করা হয়েছে।
রাজশাহীর কাটাখালী থানার মাসকাটাদীঘি মহল্লার বাসিন্দাগ্রেপ্তার মো. রেন্টু। আগে তার বাড়ি ছিলো ভারতীয় সীমান্ত সংলগ্ন চরখিদিরপুরে।
র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, ‘রেন্টু একজন মাদক কারবারি। বালুর ব্যবসার পাশাপাশি তিনি মাদক ব্যবসা করছিলেন দীর্ঘদিন ধরে। তিনি বিএসএফের পোশাক পরেই চোরাচালানের জন্য সীমান্তে যেতেন। ফলে বিজিবি কিংবা বিএসএফের সদস্যরা তাকে চিনতে পারত না। তার বিরুদ্ধে কাটাখালী থানায় একটি মামলা করা হয়েছে।’