রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
গত বছরে বিগ বসে এসেছিলেন শাহরুখ খান। আসরও বেশ জমিয়েছিলেন। কিন্তু এবার কী হলো যে, তিনি সালমানের শো বিগ বসে যাচ্ছেন না। তাহলে কী আবারো নতুন কোনও ঝামেলা বাঁধলো দুই খানের? প্রশ্নটা যখন এমনই, তখন শোনা গেলো অন্য কথা।
আসলে যেমনটি ভাবা হচ্ছে, তেমন না। কথা হচ্ছে ‘ডিয়ার জিন্দেগি’তে মূল ভূমিকায় যে আলিয়া ভাট আছেন। শাহরুখ আলিয়ার কাছ থেকে লাইমলাইট কেড়ে নিতে চাইছেন না। তাই ‘ডিয়ার জিন্দেগি’র প্রচারে শুধু আলিয়াই যাচ্ছেন। কারণ, আলিয়াকে বেঁচে থাকার কথা শোনাচ্ছেন শাহরুখ। তাই বিগ বসেও তিনি দেখা দিচ্ছেন না।
২৫ নভেম্বর মুক্তি পেতে পারে ‘ডিয়ার জিন্দেগি’।