বিচারকের আদেশ উল্টে যাবে : ট্রাম্প

আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০১৭, ১২:০৭ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের বিরুদ্ধে দেয়া ভ্রমণ নিষেধাজ্ঞা আদালতের আদেশে সাময়িকভাবে স্থগিত হয়ে গেলেও তা উল্টে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, সিয়াটলের ফেডারেল বিচারক জেমস রবার্টকে ‘তথাকথিত’ বিচারক বলে বর্ণনা করে ট্রাম্প বলেছেন, তার ‘হাস্যকর’ মতামত ‘আইনের প্রয়োগকে’ যুক্তরাষ্ট্র থেকে ‘দূরে সরিয়ে দিচ্ছে’।
সাত মুসলিম প্রধান দেশের নাগরিকদের বিরুদ্ধে জারি করা ট্রাম্পের নির্বাহী আদেশটিকে অসাংবিধানিক বলে রুল জারি করেছেন বিচারক রবার্ট।
এই রুল জারির পর বেশ কয়েকটি এয়ারলাইন্স জানিয়েছে, তারা নিষেধাজ্ঞাভুক্ত দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে ওঠার অনুমোদন দিচ্ছে।- বিডিনিউজ