সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। এদিন সকাল ৮টা হতে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত।
জানা গেছে, কেন্দ্রগুলোতে সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বারার সাথে সাথে বাড়তে থাকে ভোটারের উপস্থিতি। কিছু কিছু কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। তবে ভোট প্রদানের লাইনগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল।
অপরদিকে, মোহনপুর উপজেলার নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। এই উপজেলার কেন্দ্রগুলোতে ভোটরদের উপস্থিতি ভালো ছিল।
সকালে পবা উপজেলার শিতালাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গিয়ে দেখা গেছে, অল্প ভোটারের উপস্থিতি। এই কেন্দ্রে মোট ভোটার ছিল ২ হাজার ৪৬৬টি। পাশেই ছিল নারী ভোটা কেন্দ্র। শিতলাই রফাতুল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে ভোটর ছিল ২ হাজার ৫৫০ জন।
এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা অভিষেক বসাক বলেন, এই কেন্দ্রে ছয়টি বুথ রয়েছে। সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। সকালে এসে সুন্দর ভাবে ভোট দিচ্ছেন।
অপরদিকে, পবা পারিলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অদূরে এক প্রার্থীর সমর্থককে আব্দুল মোমিনকে (৩০) পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত আব্দুল মোমিন পারিলা চকপাড়া গ্রামের মো. শুকটার ছেলে।
ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার গোলাম রাব্বানী বলেন, কেন্দ্রের বাইরে কি হয়েছে তা তিনি জানেন না। কেন্দ্রের ভেতরে কিছু হয়নি। কেন্দ্রটিতে মোট ভোটার ৪ হাজার ২৫৭ জন। দুপুর ১২টা পর্যন্ত ৯২২ জন ভোট দিয়েছেন।
প্রসঙ্গত, এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিল ১১ জন, ভাইস-চেয়ারম্যান পদে ১৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী লড়ছেন। পবা ও মোহনপুরের দুই উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৬ হাজার ৩৮১ জন।