বিজিবি পাহারায় তেলবাহী ট্রেন (ছবি: ফোকাস বাংলা)
সোনার দেশ ডেস্ক:
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নিরাপত্তায় চট্টগ্রাম, খুলনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।
বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, শুক্রবার (২৬ জুলাই) সকালে বিজিবি’র চট্টগ্রাম রিজিয়ন ও চট্টগ্রাম ব্যাটালিয়নের (৮ বিজিবি) কঠোর নিরাপত্তায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তেলবাহী ট্রেন ঢাকা ও সিলেটসহ বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছে।
তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৫টায় ২৪টি তেলবাহী বগিসহ একটি ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে ৬টায় ১৬টি তেলবাহী বগিসহ আরও একটি ট্রেন সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। সকাল ১০টায় ১২টি তেলবাহী বগিসহ একটি ট্রেন দোহাজারীর উদ্দেশে এবং ১১টায় ১২টি তেলবাহী বগিসহ আরেকটি ট্রেন হাটহাজারীর উদ্দেশে চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যায়।
এছাড়া বিজিবির নিরাপত্তা ব্যবস্থায় খুলনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুরে এবং শ্রীমঙ্গল থেকে সিলেটে জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল করে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা। সারা দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলবাহী ট্রেন দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিতেও বিজিবি সদস্যরা নিরাপত্তা সহায়তা দেবে বলেও জানান তিনি।
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর থেকে সারা দেশে যাত্রীবাহী, মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক হতে শুরু করেছে জ্বালানি তেল পরিবহন। চট্টগ্রামে পদ্মা, মেঘনা ও যমুনা তেল বিপণনকারী প্রতিষ্ঠান থেকে তেল নিয়ে তা দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিচ্ছে রেলওয়ে।
রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার মো. সাইফুল ইসলাম বলেন, আজ শুক্রবার থেকে তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। তেল পরিবহনে নিরাপত্তা দিয়ে যাচ্ছে বিজিবি। আজ চট্টগ্রাম থেকে চারটি ট্রেন বিভিন্ন গন্তব্যে তেল নিয়ে ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনে এক প্লাটুন করে বিজিবি সদস্য মোতায়েন ছিল।
তিনি আরও বলেন, চট্টগ্রাম থেকে যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কবে নাগাদ এসব ট্রেন চালু হবে তা বলা যাচ্ছে না।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন