বিজিবি-পুলিশের নিরাপত্তায় সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে গেলে ২৫০ পণ্যবাহী ট্রাক

আপডেট: নভেম্বর ১৩, ২০২৩, ৭:২১ অপরাহ্ণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চলমান অবরোধের মধ্যে আমদানি হওয়া পেয়াঁজ-আলুসহ বিভিন্ন খাদ্যপণ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের অভ্যন্তরে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে ২৫০টি ট্রাক।
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা-মসজিদ স্থলবন্দর থেকে সোমবার (১৩ নভেম্বর) সকালে বিজিবি-পুলিশ সদস্যদের নিরাপত্তা বেষ্টনীতে ট্রাকগুলো ছেড়ে গেছে।
অবরোধের মধ্যে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে পণ্যবাহী ট্রাকগুলোকে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় গন্তব্যে পৌঁছাতে এ উদ্যোগ বলে জানান বন্দরের কর্মকর্তারা।

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কামাল হোসেন জানান, প্রশাসনের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমদানি হওয়া পণ্যবাহী ট্রাক দেশের অভ্যন্তরে পৌঁছানোর ব্যবস্থা নেয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮ টা থেকে আড়াইশো পণ্যবাহী ট্রাক সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে গেছে। এরমধ্যে আলু, পেয়াঁজ ও গুড়সহ বিভিন্ন খাদ্যপণ্যের ট্রাক ছিলো।
বন্দরের সকল কার্যক্রমই স্বাভাবিক রয়েছে বলেন এ কর্মকর্তা।