মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
তরুণ প্রজন্ম দেশের মূল সম্ভবনার দিক। দেশে অনেক সম্ভবনা রয়েছে। এই ছোট দেশটি তথ্য-প্রযুক্তি, কৃষি, চিকিৎসায় ব্যাপক উন্নয়ন করেছে। তথ্য প্রযুক্তির দিক থেকেও অনেক এগিয়ে গেছে। ছেলে বেলায় আমরা সন্ধ্যায় লন্ঠন (বাতি) দিয়ে পড়া শোনা করেছি। কিন্তু এখন তথ্য-প্রযুক্তির যুগে বিদ্যুতের লাইটের আলোয় পড়াশোনা করছি। বিজ্ঞান কোন দেশে সীমাবদ্ধ না। বিজ্ঞান সারা বিশ্বের মানব কল্যাণের জন্য কাজ করছে।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার (বিসিএসআইআর) চত্বরে অনুষ্ঠিত বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন এসব কথা বলেন।
তিনি বলেন, কৃষি ক্ষেত্রে প্রযুক্তিতে ব্যাপক বিপ্লব ঘটেছে। জমিতে পানি সেচ দেয়ার জন্য মানুষ বৃষ্টির অপেক্ষায় থাকতো। কিন্তু এখন মানুষ আর বৃষ্টির পানির অপেক্ষা না করে মেশিনের মাধ্যমে জমিতে পানি দিচ্ছে। আমরা কোথায় আছি, কি করছি এই বিষয়গুলোর আদান-প্রদান করছি প্রযুক্তির মাধ্যমে। দেশে তথ্যপ্রযুক্তির অভাবনীয় বিপ্লব ঘটেছে।
অনুষ্ঠানে বিসিএসআইআর গবেষণাগারের ভারপ্রাপ্ত পরিচালক আয়শা আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এসএম জার্জিস কাদির। তিনি বলেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে, এটা সম্ভব। দেশের বিজ্ঞান ও প্রযুক্তিতে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশে ভূমির পরিমাণ না বাড়লেও উৎপাদন বেড়েছে অনেক হারে। পদ্ম সেতু অকল্পনীয় ছিলো। বর্তমান সরকার কারো সাহায্য ছাড়ায় তৈরি করছে পদ্মা সেতু। দেশের সব স্তরের উন্নয়ন হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিসিএসআইআর গবেষণাগারের প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক অফিসার মুহা. ওবাইদুল হক হেলাল। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন, বিসিএসআইআর গবেষণাগারের প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক অফিসার মো. মইনুদ্দীন। এ মেলায় রাজশাহীর ৩৭টি স্কুল ও ২৫টি কলেজ মিলে ৬২টি স্টল অংশগ্রহণ করে। মেলায় ওয়েস্টার থিং বোর্ড নামের একটি প্রজেক্ট নিয়ে এসেছে মাদার বখস গার্হস্থ্য অর্থনীতি মাদর বক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থী বিজয় ও জিসান বলেন, ফেলে দেয়া জিনিস দিয়ে তৈরি করেছে রোবট। এই রোবটটি ভূমিকম্প বা বড় ধরনের দুর্ঘটনায় বাড়ি ঘর ভেঙ্গে গেলে রোবটটি কাঁচ এবং উল্লা হয়ে চলতে পারবে।
মেলায় বিসিএসআইআর ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী ফরিদ, পাপিয়া, সজিব ও নাসির বলেন, পরিবেশের উপর কার্বনডাই কমানোর জন্য বাড়ির ছাদে বিভিন্ন গাছ লাগানোর একটি প্রজেক্ট তৈরি করা হয়েছে। ছাড়া রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান তাদের উদ্ভাবনি নিয়ে এসেছেন। এই মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত।