বিজ্ঞাপন

সোনার দেশ সাপ্তাহিক পত্রিকা হিসেবে যাত্রা শুরু করে।
‘যা ঘটে তা তুলে ধরার প্রচেষ্টা প্রতিদিন’শ্লোগান দিয়ে দৈনিক সোনার দেশ পত্রিকার নবযাত্রার সূচনা হয় ২০১১ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি।

 

নবযাত্রার সূচনা ছিল ২০১ তম সংখ্যা দিয়ে। দৈনিক সোনার দেশ এর নবযাত্রার সূচনা ছিল রাজশাহীর জন্য নতুন একটি দিন। উৎসাহ, উদ্দীপনা ও কৌতুহলের দিন।

 

পত্রিকা জগতে দিন বদলের অঙ্গীকারের দিন।
দৈনিক সোনার দেশ পত্রিকা ৫টি জেলায় আওতায় আছে। যেমন: রাজশাহী, চাঁপাই,নওঁগা, নাটোর, জয়পুরহাট ।

 

এই জেলা গুলোর মধ্যে প্রতিদিন কম-বেশি ৪০,০০০ পেপার সার্কুলেশন রয়েছে।
সোনার দেশ রাজশাহী অঞ্চলের বহুল প্রচারিত একটি দৈনিক পত্রিকা।
এই পত্রিকার পাঠক সংখ্যা আনুমানিক ১,৫০,০০০।

 

দেশের শিক্ষিত এবং আর্থসামাজিকভাবে মানুষদের মধ্যে সোনার দেশ জনপ্রিয়।
সোনার দেশ প্রকাশের শুরু থেকেই শ্রেণি, বয়স, লিঙ্গ, সাম্প্রদায় ও মতবিশ্বাস-নির্বিশেষে সবার তথ্য ও মতামতের চাহিদার প্রতি সজাগ থেকেছে।

 

উদার গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন এবং অসাম্প্রদায়িক চেতনার বলিষ্ট কণ্ঠস্বর হিসেবে সোনার প্রকাশনা সমুন্নত রেখে চলেছে। নবযাত্রার সূচনাকাল থেকেই সোনার দেশ বছরে একবার উন্নত ইদ সংখ্যা প্রকাশ করে থাকে।

 

রাজধানী ঢাকার বাইরে একমাত্র সোনার দেশই উন্নত কলেবরে ইদসংখ্যা প্রকাশ করে থাকে। সোনার দেশ সীমিত আকারে সাহিত্য পাতাও প্রকাশ করে থাকে। এর ফলে রাজশাহী অঞ্চলের সাহিত্যপ্রেমিরা গল্প-কবিতা চর্চার সুযোগ পেয়ে থাকেন।

 

উপ-সম্পাদকীয় কলামে রাজশাহী অঞ্চলের গুণি লেখকরা আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে লিখে থাকেন যা পাঠকদের জ্ঞানার্জনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে।

 

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ

ফোন: ০১৭১০-৯৬৮৬০১
ইমেইল:[email protected]

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ