মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
দুলাল আলম
বিজয় এলে সব কুয়াশা
দূর হয়ে যায় দূরে
দোয়েল পাখি ঠোঁটে রাখে
মধুর ও গান সুরে।
বিজয় এলে সব বেদনা
অতল তলে যায়
সুখের হাসি উঠে ফুটে
আনন্দ-বন্যায়।
বিজয় এলে দুঃখরা সব
থাকে নির্বাসনে
লাল-সবুজের গর্বে এ বুক
রাঙায় আপন মনে।