মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রামেক শহিদ মিনারে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাল রামেক কলেজের অধ্যক্ষ সহ চিকিৎসক বৃন্দ। এ সময় তারা শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে ১ মিনিট নিরবতা পালন করেন। এরপর বিজয় র্যালি শুর হয়। র্যালীটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে লক্ষিপুর রোড প্রদিক্ষণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এস শেষ হয়। পরে চিকিৎসকরা প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এরপর বিজয় দিবসের আলোচনায় অংশ নেন তারা এ সময় বলেন যে, আজ আমরা স্বাধীনতার ৫২ বছর পার করছি । দেশ আজ স্বাধীন হয়েছিল বলে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি সাথে স্বাধীনতার সুফল ভোগ করছি।
আমরা যারা স্বাধীনতা দেখিনি তারাই আজ বেশি স্বাধীনতার সুফল ভোগ করছি। যারা এ দেশকে স্বাধন করার জন্য আত্মত্যাগ করেছিল আমরা তাদের চিরজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করব। আমরা এখন স্মার্ট বাংলাদেশের পথে স্বাধীনতার পক্ষের সরকার চিকিৎসা সেবায় অনেক পরিবর্তন ও যুগপযোগী পদক্ষেপ গ্রহণ করায় সাধারণ জনগণ আজ সহজেই বাড়ির কাছেই চিকিৎসা নিতে পারছেন স্যাটেলাইট। বড় সমস্যা হলেই তো ২৪ ঘণ্টা হাসপাতালের চিকিৎসা আছেই। এ ছাড়া চিকিৎসা ব্যবস্থায় আমল পরিবর্তন হয়েছে সাথে পরিক্ষা নিরিক্ষায় সংযোযন হয়েছে আধুনিক পরিক্ষা ব্যবস্থা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রামেক কলেজের অধ্যক্ষ ডা. মো. নওশাদ আলী, স্বাচিপের কেন্দ্রিয় সহ-সভপতি ডি. থিবিবুর রহমান শেখ, বিএমএর সভাপতি ডা.এ বি সিদ্দীকি, জেলা স্বাচিপ সভাপতি ডা. চিন্ময় কান্তি, রামেক স্বাচিপ সভাপতি ডা. মো.খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ডা. মো.হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক ডা. সাহবুবুর রহমান শাহীন, দপ্তর সম্পাদক ডা. মো.রকিব সাদি, ডা.তন্ময় হক, ডা.অংকুর স্যান্নাল, ডা.সমন পাল সহ রামেক চিকিৎসক বৃন্দ।