বিজয় দিবসে লফস-এর শ্রদ্ধা জ্ঞাপন

আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৩, ২:৪৪ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


মহান বিজয় দিবস উপলক্ষে মানবাধিকার উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার – লফস ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর পক্ষ থেকে রাজশাহী ভূবন মোহন পার্কে অবস্থিত স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি ফুলেল তোরা অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়ে।

শ্রদ্ধা নিবেদনকালে লফস এর নির্বাহী কমিটি সদস্য সেকেন্দার হোসেন, ব্রাক রাজশাহী জেলার সমন্বকারী মোহসিন আলী, লফস এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল সহ লফস পরিবারের অন্যান্য সদদ্যগন উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পূর্বে নগরীর অলকার মোড় হতে র‌্যালি অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ