বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
মহান বিজয় দিবস উপলক্ষে ১৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর আমচত্বর এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি থেকে এ পুরস্কার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, শাহ মখদুম থানা আ’লীগের সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল মমিন ও সাধারণ সম্পাদক জেডু সরকার, ১৭ নম্বর ওয়ার্ড পশ্চিম আ’লীগ সভাপতি জামাল উদ্দিন এবং পূর্ব আ’লীগ সভাপতি আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, পূর্ব স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বুলবুল আহম্মেদ প্রমুখ।