বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
বিজয়ের মাস উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মতিহার থানার উদ্যেগে পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বিনোদপুর বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে পথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, মতিহার থানা সভাপতি প্রদীপ রায়। পরিচালনা করেন, বদিউজ্জামান। বক্তব্য দেন, নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, ড. সুজিত সরকার, মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, নগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল।