বিটিভিতে প্রচারিত হলো সাংবাদিক টিএ পান্নার আলোচিত নাটক ‘ঠসা সমাচার’

আপডেট: মার্চ ৫, ২০১৭, ১২:২৭ পূর্বাহ্ণ

পাবনা প্রতিনিধি



গত ২ মার্চ বৃহস্পতিবার রাত সোয়া ৯ টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভিতে) বর্তমান সময়ের প্রতিশ্রুতিশীল এবং বাস্তববাদী পরিচালক,অভিনেতা, সিনিয়র সাংবাদিক টিএ পান্নার পরিচালনায়  নির্মিত আলোচিত নাটক ‘ঠসা সমাচার’ প্রচারিত হয়। গ্রামবাংলার বাস্তব ও সমসাময়িক ঘটনা অবলম্বনে ঐতিহ্যবাহী সপ্তক সঙ্গীত বিদ্যালয়ের অঙ্গ প্রতিষ্ঠান সপ্তক টেলিমিডিয়ার ব্যানারে নির্মিত নাটকটি ব্যাপক দর্শক নন্দিত হয়েছে। নাটকটি বিটিভিতে চলাকালিন সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে  ১৩৭ জন দর্শক সেল ফোনে পরিচালককে অভিনন্দন জানিয়েছেন। এখনও অনেকেরই অভিনন্দন ও মন্তব্য জানানো অব্যাহত রয়েছে। নাটক দেখার পর দর্শকদের কেউ কেউ বলেছেন, জোশ হয়েছে,যা আশা করেছিলাম তার চেয়েও বেশী ভাল লেগেছে, হাসতে হাসতে গড়াগড়ি,অসাধারণ,এগিয়ে যান, দেশপ্রেমীরা অবশ্যই পুরস্কারের ব্যবস্থা করবেন,অনেকদিন পর প্রাণ খুলে হেসেছি,হাসতে হাসতে বুক ব্যথা হয়ে গেছে,মনের অজান্তেই হাসতে বাধ্য হয়েছি ইত্যাদি। নাটক দেখে মেয়ে ও শিশুরা বেশী আনন্দ পেয়েছেন। একই ভাবে দর্শকরা ফেস বুকেও নাটকটির প্রশংসায় ঝড় তুলেছেন। কোন কোন দর্শক নাটকের বিভিন্ন দৃশ্যের ফটো মোবাইলে তুলে এবং  বিভিন্ন মন্তব্য লিখে পরিচালককে সেন্ড করেছেন। আবার কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রশংসা করেছেন। নাটকে অভিনীত শিল্পী,কলাকুশলীদেরও অনেকই ফোনে প্রশংসা করেনছেন। চলচ্চিত্র ও নাট্য শিল্পীদের মধ্য থেকেও বেশ কয়েকজন নানা বিষয়ে প্রশংসা করেছেন।
এক প্রশ্নের জবাবে পরিচালক টিএ পান্না বলেন, কবি নাসির আহমেদের মুলভাবনায় লেখা ঠসা সমাচার নাটকটিতে দেশাত্ববোধের সাথে গ্রাম বাংলার মানুষ ও সমাজের বাস্তব চিত্র ফুটে উঠেছে। যান্ত্রিক জীবনে সংগ্রামী ও হাসতে ভুলে যাওয়া মানুষসহ সকল শ্রেণি পেশার মানুষকে হাসাতে সক্ষম হয়েছি। অপর এক প্রশ্নের জবাবে পরিচালক বলেন,আগে প্রচারিত নাটক গুলোর চেয়ে ঠসা সমাচার নাটকটি অনেক বেশী দর্শক নন্দিত হয়েছে। দর্শকরা আনন্দ পাওয়ায় আমিও খুশী হয়েছি  আমার ভাবনা ও লক্ষ্য পুরনের মধ্য দিয়ে। উল্লেখ্য,পাশ্চাত্য সাংস্কৃতির প্রভাব থেকে দেশীয় সাংস্কৃতিকে রক্ষার লক্ষ্যে নির্মিত ঠসা সমাচারে চলচ্চিত্র ও টেলিভিশনের নামিদামী শিল্পীদের মধ্যে যারা অভিনয় করেছেন, তাদের মধ্যে হাসান মাসুদ, মাসুম আজিজ, জামিলুর রহমান শাকা, টিএ পান্না, রাকা বিশ্বাস, লারা লোটাস, সাবিহা জামান, প্রান্ত, আহসান হাবিব, আমজাদ হোসেন ও রুপকথা উল্লেখযোগ্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ