সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
অভিষেক ম্যাচে ২৬ বলে ৩৬ রান করেছিলেন মাশরাফি বিন মর্তুজা। ব্যাট হাতে দারুণ অবদানের জন্য ম্যাচ শেষে সেরার পুরস্কার জিতেছিলেন তিনি। বিদায়ী ম্যাচেও তেমন ব্যাটিং করে রাঙাতে পারবেন তিনি, তেমনটাই প্রত্যাশা ছিল সবার; কিন্তু মাশরাফি পারলেন না। মুশফিকুর রহিম আউট হওয়ার পর মাঠে নামেন মাশরাফি। কিন্তু মাঠে নেমে প্রথম বলেই লাসিথ মালিঙ্গার বলে বোল্ড হয়ে গেলেন টিম বাংলাদেশের অধিনায়ক।
বিদায় বেলাটা মালিঙ্গার কারণে বিষাদেই পরিণত হলো মাশরাফির। শুধু তাই নয়, মালিঙ্গা মাশরাফিকে আউট করার পর মেহেদী হাসান মিরাজকে ফেলেন এলবির ফাঁদে এবং দুর্দান্ত এক হ্যাটট্রিক পূরণ করে ফেলেন মালিঙ্গা।