বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে বাঘা হতে গ্রেফতার

আপডেট: জুলাই ১৭, ২০২৪, ১:৩০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধা-৬:৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানার রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। খবর বিজ্ঞপ্তির।

ধৃত আসামীরা হলো- বাঘা থানার হরিরামপুরের মৃত জামাল উদ্দিনের ছেলে তরিকুল (২৫), এবং মো. মকিমের ছেলে সেলিম রেজা (২৬)। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল-১টি, ম্যাগজিন ২টি, গুলি ৫ রাউন্ড, মোটরসাইকেল- ১টি, মোবাইল ফোন ২টি, সিম ২টি উদ্ধার করা হয়।

ধৃত আসামীদ্বয় এলাকার চিহ্নিত অস্ত্র কারবারী। তাদের বসতবাড়ী সীমান্তবর্তী এলাকায় হওয়ার সুবাদে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ হতে অবৈধ বিদেশী পিস্তল ও গুলি সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তি ও অস্ত্র কারবারীদের নিকট বিক্রয় করে আসছে।

ধৃত আসামীদ্বয় জানায় যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত অস্ত্র কারবারীর সাথে যুক্ত। ইতিপূর্বে আরো কয়েকবার সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অস্ত্র ও গুলি সংগ্রহ করেছে।
আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ