রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
নিজের বিদেশ ভ্রমণের টাকায় ৬৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. তাসেম আলী। গতকাল শনিবার সন্ধ্যায় চাঁপাই মহেষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কম্বল বিতরণ করা হয়।
জানা গেছে, গোবরাতলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. তাসেম আলী পেশায় একজন মৎস্য ব্যবসায়ী। কোয়ালিটি ফিড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান থেকে মাছের খাবার কিনে সম্প্রতি তিনি কোম্পানির পক্ষ থেকে থাইল্যান্ড ট্যুরের জন্য মনোনীত হন। কিন্তু থাইল্যান্ড সফরে না গিয়ে তিনি ওই কোম্পানির কাছ থেকে তার এলাকার শীতার্ত মানুষের জন্য ৬৫০ পিস কম্বল নেন। শনিবার এসব কম্বল বিতরণ করা হয় গোবরাতলা ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতিখার উদ্দিন শামীম, গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু মিয়া, কোয়ালিটি ফিস ফিডের চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবেশক মো. বাবু প্রমুখ।
এসময় অতিথিরা ইউপি সদস্য তাশেম আলীর প্রশংসা করে অন্য জনপ্রতিনিধিদেরও গরীব দুঃখীদের পাশে দাঁড়ানোর আহবান জানান।