বিদ্যুতের খুঁটি পড়ে শিশু নিহত

আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ৮:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর পবা উপজেলায় বিদ্যুতের খুঁটি পড়ে তুহিন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় শিশুটির দাদি পারুল বেগম (৫৮) গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে পবার কর্ণহার থানার চানপুর বাকশৈল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কর্ণহার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন বিদ্যুতের তারের ওপর থেকে গাছের ডাল অপসারণ করছিল। এ সময় একটি বড় গাছের ডাল তারের ওপর পড়ে। এতে তারে টান পড়ে তিনটি বৈদ্যুতিক খুঁটি পড়ে যায়। এই খুঁটি তিনটির একটি শিশু তুহিন ও তার দাদি পারুল বেগমের গায়ের ওপর পড়ে। এতে তারা মাথায় গুরুতর আঘাত পেলে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তুহিনকে মৃত ঘোষণা করা হয়। তার দাদি পারুল বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি জানান, এ ঘটনায় ভুক্তোভোগীদের পরিবার মামলা করতে চাইলে তা নেয়া হবে। মামলা না করলে একটি অপমৃত্যুর মামলা করে মরদেহ হস্তান্তর করা হবে।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক রমেন্দ্র চন্দ্র রায় বলেন, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তারের ওপর থেকে গাছের ডালপালা ছাঁটা হচ্ছিল। এ সময় এ দুর্ঘটনা ঘটে। গাছের ডাল পড়ার কারণে তারে টান পড়ে তিনটি খুঁটি পড়ে গেছে। এতে এ দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ