বিনিয়োগ উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা

আপডেট: জানুয়ারি ৯, ২০১৭, ১১:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহী অঞ্চলে বিনিয়োগ উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় চেম্বারের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গণি। সভাপতিত্ব করেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মনিরুজ্জামান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকদের মধ্যে মাসুদুর রহমান রিংকু, এস এম এহেসান, আতিকুর রহমান, আহসান উদ্দিন সরকার, সাদরুল ইসলাম, চেম্বারের সাবেক পরিচালক এম শরীফ, রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন, সিনিয়র সহসভাপতি তাহেরা হাসন, সহসভাপতি বিদ্যুৎ আরা মেমী প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ