রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সানাউল্লাহ সাগর
একদল শৈল্য চিকিৎসক বিরতিহীন অনভ্যাসে মধ্যবিত্ত
অন্ধকারে। পিছনে জেগে আছে বুড়ো রাত আর সদ্য কৈশোরে
পেরোনো চাঁদ। ডানে-বামে আর্তনাদপ্রিয় সিংহরা; সর্বদাই
নিয়ম ভেঙে গাওয়ার অভ্যাস রপ্ত থাকে এদের।
সময়, দুটি নামে ডাকলাম তোমাকেÑ প্রথমে শিকড় পরে
সমাজ। এসবের মানে খুঁজতে যেখানে ইচ্ছে যেতে নিয়ে যেতে
পারি। কেননা বাঙলায়ন অতি প্রিয় আমার। সত্য যারা
স্বীকার করে তাদের প্রতি লাল স্যালুট ভুলে যাই না কখনো।
আদি শিল্পের কারুকাজ ছুঁয়ে আসা হাতে তৈরি হবে আগামী
পা-ুলিপি। নোঙর তুলে চলে যাবে বিন্দু বিরতির মঞ্চ। তবুও
বহুকাল হাওয়া ফেরি করবে আনমনে নির্মিত সুঘ্রাণ।
সমাজের দেয়াল টপকে খুঁজে পেলাম প্রাণ।