বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
প্রত্যয় হামিদ:
বিন্দুতে বিন্দু মিলে
একে একে দৃশ্যে আসে
অসংখ্য আবেগ
অসংখ্য অবয়ব
অলক্ষ্যে খুলে যায়
বহু বহু যুগ
যুগের পরতে পরতে
আমি লিখে যাই আমাদের
ভাষাহীন সময়ের আলাপ
ইতিহাসে রেখে আসি ভোর
সন্ধ্যার অন্ধকার খুলে দেখি
অজস্র বিন্দুতে বিভাজিত
আমাদের যুগল আদর।