মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে ঢাকা ডায়নামাইটসের ফর্মের তুঙ্গে থাকা পেসার মোহাম্মদ শহীদের ইনজুরির কারণে হঠাৎ করেই খেলার সুযোগ পান আবু জায়েদ রাহী। এটাই যেন শাপেবর হয়ে যায় দলটির জন্য। সুযোগ পেয়েই দুর্দান্ত বোলিং করতে থাকেন এ পেসার। শেষ পর্যন্ত আবু জায়েদদের দুর্দান্ত পারফরম্যান্সে ঢাকা চ্যাম্পিয়নই হলো বিপিএলে। বিপিএলের ধারাহিকতা রাহী ধরে রেখেছেন জাতীয় লিগেও। একাই ৬টি উইকেট তুলে নিয়ে রাজশাহীর ইনিংস গুড়িয়ে দিয়েছেন সিলেট বিভাগের এ পেসার।
গতকাল মঙ্গলবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে রাজশাহী। যদিও শুরুতেই রাহীর বোলিং তোপে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তৃতীয় উইকেটে ফরহাদ হোসেন ও মিজানুর রহমানের করা ৪৯ রানই ছিল তাদের সেরা জুটি। ফলে ২০৪ রান করেই সবকটি উইকেট হারায় রাজশাহী।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন ফরহাদ। ৯০ বলে ৬টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৭১ বলে ২টি চার ও ১টি ছক্কায় ৩২ রান করেন মিজানুর রহমান। এছাড়া মুক্তার আলী ২৯ ও জুনায়েদ সিদ্দিকী ২৬ রান করেন। সিলেটের পক্ষে ৪৮ রানে ৬টি উইকেট নেন রাহী।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৩ রানে ২টি উইকেট হারিয়েছে সিলেট। ৪১ বলে ৫টি চারের সাহায্যে ৩০ রান করে অপরাজিত রয়েছেন সায়েম আলম। এছাড়া ১ রান নিয়ে উইকেটে আছেন রাহাতুল ফেরদৌস। রাজশাহীর পক্ষে ২৬ রানে ২টি উইকেট নিয়েছেন ফরহাদ রেজা।