শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
দেখতে দেখতে শেষ হয়ে গেল বিপিএলের এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ। বিপিএলের পর্দা নামার মাঝে দাঁড়িয়ে একটি ফাইনাল ম্যাচ। অপেক্ষার সময় দিন পেরিয়ে ঘন্টায় এসে দাঁড়িয়েছে।
আজ শুক্রবার সেই মাহেন্দ্রক্ষণ। বিপিএলের চতুর্থ আসরের ফাইনাল। যেখানে মুখোমুখি হবে বড় বাজেটের দল ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। তবে বিপিএলের ফাইনালের সময়সূচিতে পরিবর্তন এসেছে।
আগের সময়সূচি অনুযায়ী ফাইনাল শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬.১৫ টায় (সোয়া ছয়’টা)। আধঘন্টা এগিয়ে এসে ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৫.৪৫টায় (পৌনে ছয়’টায়)। বৃহস্পতিবার বিকেলে এক ই-মেইল বার্তায় এমনটিই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।