মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
জাতীয় শোকদিবস উপলক্ষে গতকাল বৃহষ্পতিবার মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রাজশাহী বিবি হিন্দু একাডেমিতে বিকেল ৩ টায় শিশু থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চিত্রাঙ্কণ প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রত্যেক শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক সিদ্ধার্থ শংকর সাহা, সাংস্কৃতিক সম্পাদক কামার উল্লাহ সরকার কামাল, উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, সদস্য এনামুল হক কলিন্স, শামসুন্নাহার মুক্তি, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তরিকুল আলম পিটার প্রমুখ।