বিভাগীয় কমিশনার ও ডিআইজির সাথে চেম্বারের নেতৃবৃন্দের সাক্ষাৎ

আপডেট: জানুয়ারি ২২, ২০২৪, ১১:৩৩ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের নেতৃবৃন্দ রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২২ জানুয়ারি) নেতৃবৃন্দ স্ব স্ব দফতরে উপস্থিত হয়ে এই স্বাক্ষাত করেন।

এদিন দুপুর দেড়টার দিকে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের দফতরে যান চেম্বারের নেতৃবৃন্দ। সেখানে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। দুপুর দুইটার দিকে ডিআইজি আনিসুর রহমানের দফতরে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, সহ-সভাপতি শাহাদৎ হোসেন, পরিচালকবৃন্দ ফরিদ উদ্দিন, রিয়াজ আহম্দে খান, হারুন উর রশীদ, আব্দুল গাফফার, সাজ্জাদ আলী, কবির হোসেন, কামরুজ্জামান, নাজমুল হোসেন ও আশিকুর রহমান তুহিন।

এদিকে, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৪-২০২৬ দ্বি-বার্ষিক মেয়াদে পরিচালনা পর্ষদের সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন ও সহ- সভাপতি শাহাদৎ হোসেন বাবুসহ পরিচালনা পর্ষদের সকল সদস্যকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ হতে চেম্বারের সচিব মুয়াক্ষেরুল হুদা নতুন পরিচালনা পর্ষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ