বিভাগীয় কর্মীসভা সফলের প্রস্তুতি নিন || ওবায়দুল কাদেরের আগমন উপলক্ষে প্রস্তুতি সভায় লিটন

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০১৭, ১২:০৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নগর ও জেলা আওয়ামী লীগের যৌথ কর্মিসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বিভাগীয় কর্মীসভা সফলের জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন।
গতকাল শনিবার রাতে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজশাহী মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর সমাবেশে আগমন উপলক্ষে নগর ও জেলা আওয়ামী লীগের যৌথ প্রস্তুতি কর্মীসভায় সভাপতির বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মীদের এ আহ্বান জানান।
খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস বিশ্বাস করে। বঙ্গবন্ধুর আত্ম ত্যাগের উপহার আজকের এই স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর লক্ষ ছিল বাঙালিদের অধিকার প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুকে হত্যার পর ৭৫’র পরবর্তীতে স্বাধীনতাবিরোধীরা দেশে বিপর্যয় সৃষ্টি করেছিল। তারা যুবক ও তরুণ সমাজকে ভুল তথ্য দিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে বিকৃতি করে রাখে। এমনকি বিএনপি-জামায়াত দেশের উন্নয়নের জোয়ার ধ্বংস থামিয়ে রাখে।
লিটন বলেন, প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় দেশ উন্নত বিশ্বে মাথা উচু করে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি রাজশাহীর উন্নতির জন্য ব্যাপক বরাদ্দ দিয়েছেন। রাজশাহী শিক্ষা নগরীকে আরো গতিশীল করার জন্য রাস্তাঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়মুখী পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যে রাজশাহী দেশের একটি মডেল নগরী হিসেবে গড়ে উঠেছে।
নগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ ফারুক চৌধুরী, সহসভাপতি সাংসদ আখতার জাহান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংসদ দারা, সাংসদ আয়েন ও জেলা ও নগরসহ রাজশাহী অঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এদিকে, রাজশাহী বিভাগীয় কর্মীসভা উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার জরুরী বর্ধিতসভা গতকাল শনিবার বিকেল ৩ টায় সাহেববাজার মুন লাইট গার্ডেনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ এএইচএম কামারুজ্জামানের সহধর্মিনী মরহুমা জাহানার জামান এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয় ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক মাওলানা সিরাত উদ্দিন শাহীন। সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি।
সভায় বক্তব্য দেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি বেগম আখতার জাহান এমপি, অনিল কুমার সরকার, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, পুঠিয়া উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ দারা এমপি, আয়েন উদ্দিন এমপি, দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মেয়র তোফাজ্জল হোসেন, তানোর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মোহনপুর উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. আব্দুস সালাম, বাগমারা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, গোদাগাড়ী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, চারঘাট উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন, গোদাগাড়ী পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম, নওহাটা পৌরসভা আ’লীগের সভাপতি আব্দুল বারী খান, সাধারণ সম্পাদক আব্দুর মাননান, কাকনহাট পৌরসবা আ’লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবির, জেলা আ’লীগের প্রচার সম্পাদক ও গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু, আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাসরিন আক্তার মিতা, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজাদ আলী, জেলা কৃষকলীগের সভাপতি রবিউল ইসলাম বাবু, জেলা মহিলা যুবলীগের সভাপতি নার্গিস শেলী, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব। সভা শেষে রাজশাহী বিভাগীয় কর্মীসভা সফল করার জন্য প্রতিটি উপজেলায় বর্ধিত সভা করার সিদ্ধান্ত হয়।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজশাহীতে কর্মিসভায় যোগদান উপলক্ষে মহানগর যুব মহিলা লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় নগর আ’লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা বেগম। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু। এসময় উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা পশ্চিম আ’লীগের সভাপতি শামসুজ্জামান রতন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড আ’লীগ সভাপতি।