বিভিন্ন অপরাধে নগরীতে ১৪ জনকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার

আপডেট: মার্চ ৬, ২০২৪, ১:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :রাজশাহী মেট্রোপলিটান পুলিশের পৃথক অভিযানে ১৪ জনকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। মঙ্গলবার (৫ মার্চ) ২৪ ঘণ্টায় আরএমপি কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়।

বুধবার (০৬ মার্চ) মেট্রোপলিটান পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৫ জন, চন্দ্রিমা থানা ৪ জন, মতিহার থানা ১ জন, পবা থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।

যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৭ গ্রাম হেরোইন ও ২০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ