বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১২ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। বুধবার (২০ জানুয়ারি) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৬ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ৪ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ৪ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ৮ জন ও ডিবি পুলিশ ৪ জনকে আটক করে। ধৃতদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ১৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানা পুলিশ শামীম হোসেন (৩২), মিজানুর রহমান (৪২)কে ১০ গ্রাম হেরোইনসহ ; চন্দ্রিমা থানা পুলিশ সোহেল (৩৭)কে ৬ গ্রাম হেরোইনসহ ; মতিহার থানা পুলিশ জনি (৩২)কে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ; বেলপুকুর থানা পুলিশ রসুল ইসলাম (২৪)কে ৫ গ্রাম হেরোইনসহ উজ্জল (২৮)কে ৫০ গ্রাম গাঁজাসহ ; শাহমখদুম থানা পুলিশ মঞ্জুর রহমান বাপ্পী (৩৩)কে ২৫ গ্রাম গাঁজাসহ ; পবা থানা পুলিশ আছের আলী (৫৫)কে ০৬ লিটার তাড়িসহ ; কাশিয়াডাঙ্গা থানা পুলিশ রজব আলী (২৭)কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ; দামকুড়া থানা পুলিশ সৌরভ হোসেন (২১)কে ৭ গ্রাম হেরোইনসহ এবং ডিবি পুলিশ ইমন হোসেন(২৬)কে ৩ গ্রাম হেরোইন সহ, ইমন হোসেন (২৬) ৫ গ্রাম হেরোইন, তাহাজুল ইসলাম তাজুল (৫৫), সাইম (২৭)দ্বয়কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।