মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটান পুলিশের পৃথক অভিযানে ৫৪ জনকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ২৪ ঘণ্টায় আরএমপি কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফতার করা হয়।
বুধবার (২২ ডিসে¤ম্বর) মেট্রোপলিটান পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-২৩ জন, রাজপাড়া থানা-তিনজন, চন্দ্রিমা থানা-দু’জন, মতিহার থানা-দু’জন, কাটাখালী থানা-তিনজন, বেলপুকুর থানা-একজন, শাহমখদুম থানা-একজন, এয়ারপোর্ট থানা-দু’জন, পবা থানা-তিনজন, কাশিয়াডাঙ্গা থানা-দু’জন, কর্ণহার থানা-একজন, দামকুড়া থানা-একজন ও ডিবি পুলিশ-দশ জনকে আটক করে। যার মধ্যে ১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১৪.৫০ গ্রাম হেরোইন, ৫০ পিস ট্যাপেন্টাডল ও ৫১৫ গ্রাম গাঁজা উদ্ধার করে।
ধৃতদের ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।