শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা ও মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। শনিবার (১৮ মার্চ) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জনকে এবং জেলা পুলিশ কর্তৃক ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৯ মার্চ) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-৫ জন, মতিহার থানা-৪ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ২৪.৫০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা উদ্ধার হয়।
অন্যদিকে, রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৪ জন, তানোর থানা ০১ জন, মোহনপুর থানা ০২ জন, বাগমারা থানা ০২ জন, পুঠিয়া থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০৪ জন, বাঘা থানা ০৩ জন ও ডিবি পুলিশ ০৩ জনকে আটক করে।
যার মধ্যে ০৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্যসহ ০৪ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং সুমন সরেন(৩৯) কে ২০লিটার চোলাইমদসহ আটক করে। বাগমারা থানা পুলিশ ১নং শ্রী সাগর চন্দ্র দাস(৩২) কে ২০লিটার চোলাইমদ ও ২নং মোছাঃ দিপালী আক্তার(৩২) কে ১৫০গ্রাম গাঁজাসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোসাঃ রোজিনা বেগম ওরফে রঙ্গিলা(৩৮) ও ২নং মোঃ জিল্লুর রহমান(৪২) কে ২৬গ্রাম হেরোইন ও ১০৫পিচ ইয়াবা,
৩নং মোঃ সুমন আলী(৩২) কে ৩১বোতল ফেন্সিডিলসহ আটক করে। বাঘা থানা পুলিশ ১নং মোঃ আলী হোসেন(৪৮) কে ১৫গ্রাম হেরোইনসহ আটক করে। ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক চারঘাট থানা এলাকা হতে ১নং মোঃ আচু@মিজানুর@মিজান(২৯) কে ০২বোতল ফেন্সিডিল ও ১০গ্রাম হেরোইন এবং বাগমারা থানা এলাকা হতে ২নং মোঃ তোফাজ্জল হোসেন(৩২) ও ৩নং মোঃ মোজাফফর হোসেন(৩৭) কে ০৪কেজি গাঁজাসহ আটক করে।
ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।