বিভিন্ন অপরাধে রাজশাহীতে ৬৬ জন আটক, মাদকদ্রব্য উদ্ধার

আপডেট: মার্চ ২৫, ২০২৩, ১:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :


রাজশাহী জেলা ও মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৬৬ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। শুক্রবার (২৪ মার্চ) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জনকে এবং জেলা পুলিশ কর্তৃক ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে ধৃতদের মধেচন্দ্রিমা থানা-৫ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-৫ জন, পবা থানা-১ জন ও কাশিয়াডাঙ্গা থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ২১ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
অন্যদিকে রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৫০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৮ জন, তানোর থানা ০৮ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০৬ জন, দুর্গাপুর থানা ০৫ জন, পুঠিয়া থানা ০৭ জন, চারঘাট মডেল থানা ০৮ জন ও বাঘা থানা ০৭ জনকে আটক করে।

যার মধ্যে ৩৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৮ জনকে মাদকদ্রব্যসহ ০৯ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানা পুলিশ সাহেব আলী (৩৭) কে ২০০ বোতল ফেন্সিডিলসহ ; পুঠিয়া থানা পুলিশ রতন সরদার ওরফে বাটুল(৫২) কে ১০ লিটার চোলাইমদসহ ; বাঘা থানা পুলিশ চান্দের আলী (৪০) কে ৫০০ গ্রাম গাঁজাসহ এবং ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক চারঘাট থানা এলাকা হতে আলিম ওরফে কালু (৩৯) কে ১০০ গ্রাম হেরোইন, নকিম উদ্দিন (৬০), বাবু(২৮), বুলবুল আলী (৪৭) ও তুফানি (৩০) কে ১০০পিস ইয়াবা ও ২০০বোতল ফেন্সিডিলসহ আটক করে।
ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ