সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ও জেলা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে রোববার (২৭ মার্চ) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ জনকে এবং জেলা পুলিশ কর্তৃক ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৮ মার্চ) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে ধৃতদের মধ্যে বোয়ালিয়া থানা-১১ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-২ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-২ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
অন্যদিকে রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২৭ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০২ জন, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ০২ জন, বাগমারা থানা ০৫ জন, চারঘাট মডেল থানা ০৬ জন ও বাঘা ০৯ জনকে আটক করে। যার মধ্যে ০৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্যসহ ০৯ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
তানোর থানা পুলিশ শ্রীমতি বিমলা(৫৫) ও শ্রীমতি বাসতি রানী (৩৫) কে ২০লিটার চোলাইমদসহ; মোহনপুর থানা পুলিশ শফিকুল ইসলাম ওরফে কালু (৩৩) কে ১২লিটার চোলাইমদ ও সোহেল রানা(৩৪) কে ১৫ বোতল ফেন্সিডিলসহ ; বাগমারা থানা পুলিশ ১নং আবুল হোসেন ওরফে আব্দুল (৪৫) কে ১৫ পিস ইায়াবাসহ ; চারঘাট মডেল থানা পুলিশ আসাদুল ইসলাম(৩৭) কে ৭০ বোতল ফেন্সিডিল, হাসেম রানা(৪২)কে ১০০ বোতল ফেন্সিডিল, মুন্না(২৫) ও রিংকু আলী(২৮)কে ২০কেজি গাঁজাসহ ; বাঘা থানা পুলিশ খোসবর আলী(৪৫) কে ০১কেজি গাঁজাসহ আটক করে।
ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।