বিভিন্ন অপরাধে রাজশাহীতে ২৩ জন আটক, মাদকদ্রব্য উদ্ধার

আপডেট: জুন ১০, ২০২৩, ১২:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :


রাজশাহীতে বিভিন্ন অপরাধে ২৩ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। আর জেলা পুলিশ ৯ জনকে আটক করেছে।

শনিবার (১০ জুন) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, শুক্রবার (০৯ জুন) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, পবা থানা ১ জন, কর্ণহার থানা ২ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১৪.২৫ গ্রাম হেরোইন ও ১০ লিটার চোলাইমদ উদ্ধার হয়।

এদিকে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (১০ জুন) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৩ জন, তানোর থানা ৪ জন, বাগমারা থানা ১ জন ও চারঘাট মডেল থানা ১ জনকে আটক করে।

যার মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও ৪ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানা পুলিশ শ্রী বুধু মুরমু (৫০) কে ২৪ লিটার দেশীয় চোলাইমদসহ আটক করে। এছাড়া ডিবি পুলিশ গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে পারভেজ হাসান ওরফে সাহু (২৫) কে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ