বিয়েতে আমন্ত্রিত ভিআইপি অতিথিদের দেড় কোটির ঘড়ি উপহার অনন্ত আম্বানির, কারা পেলেন?

আপডেট: জুলাই ১৪, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজন ইতিমধ্যেই সাড়া ফেলেছে বিশ্বজুড়ে। বিয়ের আসরের ডেকোরেশন থেকে খাবারের মেনু, নবদম্পতি থেকে আমন্ত্রিত অতিথিদের নজরকাড়া পোশাক, গয়না, সবেতেই চোখ আটকে যাচ্ছে নেটিজেনদের। এর মাঝেই ভাইরাল হল আমন্ত্রিত অতিথিদের একটি ছবি। ঘড়ি পরে সকলে মিলে ছবিটি তুলেছেন। সকলের হাতেই এক ঘড়ি। যেটি আমন্ত্রিত ভিআইপি অতিথিদের উপহার দিয়েছেন স্বয়ং অনন্ত আম্বানি।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুধুমাত্র ভিআইপি অতিথিদের দেড় কোটি টাকার এই দামী ঘড়ি উপহার দিয়েছন অনন্ত। অডেমার্স পিকেট ওক পারপেটুয়াল ক্যালেন্ডার ঘড়িটি লিমিটেড অ্যাডিশনের। ৪১ এমএম, ১৮ ক্যারেটের গোলাপি সোনার কেসে ঘড়িটি উপহার দেওয়া হয়েছে। ৯.৫ এমএম পুরু ঘড়িটিতে রয়েছে গোলাপি সোনার ডায়াল, ১৮ ক্যারেট সোনার ব্রেসলেট। কাছের বন্ধুদেরই কেবল এই ঘড়িটি উপহার দিয়েছেন অনন্ত।
কারা পেলেন সেই দামী উপহার? জানা গিয়েছে, শাহরুখ খান, রণবীর সিং, অর্জুন কাপুর, শিখর পাহরিয়া সহ আরও কয়েকজন ঘড়িটি পরে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, ১২ জুলাই, শুক্রবার মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও কনভেনশন সেন্টারে সাত পাকে বাঁধা পড়েন অনন্ত-রাধিকা। শনিবার মুম্বইয়ে ছিল তাঁদের ‘শুভ অনুষ্ঠান’। আজ, রবিবার তাঁদের রিসেপশ অর্থাৎ ‘মঙ্গল অনুষ্ঠান’।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ