শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
উত্তরপ্রদেশের বারাণসীর মালহিয়া গ্রামের দুই সম্প্রদায়ের অন্তত ৪০ জন অবিবাহিত মেয়ের মোবাইলে একটি ম্যাসেজ আসে। সেখানে লেখা ছিল , তারা নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের পুষ্টি প্রোগ্রামের আওতায় গর্ভবতী মায়ের তালিকায় রয়েছে ।
এরপর মেয়েরা ও তাদের পরিবার আতঙ্কিত হয়ে পড়ে।গ্রামের সাহনি ও মাল্লাইন সম্প্রদায়ের এই মেয়েরা বিষয়টি নিয়ে অবিলম্বে গ্রামের প্রধান অমিত প্যাটেলের সঙ্গে যোগাযোগ করেন।
গ্রামের প্রধান অমিত প্যাটেল এই ঘটনায় চরম বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, মেয়েদের ভোটার আইডি আপডেটের জন্য তথ্য জমা দেওয়ার কথা ছিল, মাতৃ স্বাস্থ্য সংক্রান্ত নিবন্ধনের জন্য নয়। অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি শুরুতে এটি একটি দুর্ঘটনা বলে উড়িয়ে দেন।
প্যাটেল প্রশ্ন তোলেন, কীভাবে এমন বড় ধরনের ভুল ঘটতে পারে, যা ৩৫-৪০ জন মানুষের উপর প্রভাব ফেলেছে? তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের উপর তদন্তের দাবি জানান এবং অভিযোগ করেন যে গ্রামের মানুষ সঠিক সহায়তা পাচ্ছেন না।
এ বিষয়ে বারাণসীর চিফ ডেভেলপমেন্ট অফিসার হিমাংশু নাগপাল জানান, একটি ত্রুটি ঘটেছিল, যার ফলে অবিবাহিত কিশোরীদের গর্ভবতী হিসেবে নিবন্ধিত করা হয়েছিল।
নাগপাল আরও বলেন, স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মী, যিনি ভোটার নিবন্ধনের দায়িত্বে থাকা বুথ লেভেল অফিসার হিসেবেও কাজ করেন, ভুলবশত ভোটার নিবন্ধন ও পুষ্টি কর্মসূচির ফর্মগুলি মিশিয়ে ফেলেন।
অভিযোগ জমা দেওয়ার পর ভুলটি ধরা পড়ে এবং সংশোধন করে ডেটা পোর্টাল থেকে সরিয়ে ফেলা হয়। ওই অঙ্গনওয়াড়ি কর্মীকে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং এই ঘটনার সঠিক তদন্তের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তথ্যসূক্র: আজকাল অনলাইন