বিয়ে নিয়ে পড়াশোনা! বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দেবে চিন, তুঙ্গে বিতর্ক

আপডেট: আগস্ট ৩, ২০২৪, ১২:৪৩ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


বিয়ে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি! শুনতে যতই অবিশ্বাস্য মনে হোক, সত্যিই এমন একটি বিষয়ে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স চালু করেছে চিন। উদ্দেশ্য একটাই। বিয়ে সংক্রান্ত যে শিল্প ও সংস্কৃতি, তাতে জোয়ার আনা। আগামী সেপ্টেম্বরেই এই কোর্স চালু হতে চলেছে। তার আগেই সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে এই নয়া পাঠ্যক্রম।

বেশ কয়েক বছর ধরেই শোনা গিয়েছে, বিয়েতে আগ্রহ হারাচ্ছে চিন! শুধু বিয়ে কেন, চিনে কমছে জন্মহারও। সবমিলিয়ে জনসংখ্যা নিয়ে চিন্তায় জিনপিং সরকার। কারণ, বেজিংয়ের উন্নয়নের অন্যতম বড় হাতিয়ার ছিল এই বিপুল জনসংখ্যা। তাই এবার জনসংখ্যা বৃদ্ধির উপায় খুঁজছে জিনপিং সরকারের আধিকারিকরা। আর এই পরিস্থিতিতেই প্রকাশ্যে এল নতুন এই বিষয়ের কথা।

বিষয়টির নাম ম্যারেজ সার্ভিসেস অ্যান্ড ম্যানেজমেন্ট। এই নতুন ডিগ্রিতে ফোকাস থাকবে বিয়ে শিল্পের দিকে। দাবি করা হয়েছে, পড়ুয়াদের কাছে বিয়ে ও পরিবার সংস্কৃতি সম্পর্কে সদর্থক ধ্যানধারণা তুলে ধরা হবে পাঠ্যক্রমে। যার সাহায্যে চিনের বিবাহ ব্যবস্থার দিকটিকে আরও জোরালো করে তোলা। থাকবে পরিবার কাউন্সেলিংয়ের মতো নানা বিষয়। ১২টি প্রদেশের অন্তত ৭০ জন আন্ডারগ্র্যাজুয়েট ইতিমধ্যেই তাঁদের নাম নথিভুক্ত করেছেন।

এই নয়া বিষয়কে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। চিনের সবচেয়ে জনপ্রিয় সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে কোনও কোনও ইউজার দাবি করতে শুরু করেছেন, এবার সময় এসেছে রাষ্ট্র পরিচালিত ম্যারেজ এজেন্সি খোলার।

অনেকেরই দাবি, এমন একটি বিষয় স্রেফ সূর্যাস্ত নয় বলা চলে একেবারে প্রলয়ের মতো। সব মিলিয়ে বিতর্ক বেড়েই চলেছে। মনে করা হচ্ছে, আগামিদিনে যা বাড়বে বই কমবে না।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন

 

Exit mobile version