বিরতির পর আবার রাজশাহী বাস্কেটবল লিগ শুরু

আপডেট: আগস্ট ৭, ২০১৭, ১২:৪৮ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক


আন্তঃকলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতার কারণে রাজশাহী বাস্কেটবল লিগ বন্ধ ছিল। গতকাল রোবরার থেকে রাজশাহী জেলা জিমনেসিয়ামে পুনরায় শুরু হয়েছে লিগ। লিগের ১ম বিভাগে কসমস স্পোর্টিং ক্লাব ২১-১০ পয়েন্টের ব্যবধানে ভিক্টোরিয়া ক্রীড়া চক্রকে হারায়। জয়ী দলের পক্ষে মামুর ১১টি পয়েন্টে স্কোর করেন। প্রিমিয়ার ডিভিশনে উপশহর স্পোর্টিং ক্লাব ১০১-৪৩ পয়েন্টের বিরাট ব্যবধানে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবকে হারায়। বিজয়ী দলের পক্ষে অমিত ৪২ ও রাফি ১৭ পয়েন্ট স্কোর করেন। বিজিত দলের পক্ষে অনিক ১২ পয়েন্ট স্কোর করেন। আজকের খেলায় অংশগ্রহন করবে তরুন সংঘ-আর এম এইচ এস সি,সিপাইপাড়া স্পোর্টিং ক্লাব-মেট্রোপলিটন ক্লাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ