রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
বিরল নজিরের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত–বাংলাদেশ প্রথম টেস্ট। ওই টেস্ট জিতলেই এক বিরল নজির স্পর্শ করবেন বিরাটরা। শুক্রবারই চেন্নাইয়ে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল। এখানেই হবে প্রথম টেস্ট। কোচ হওয়ার পর এটাই গম্ভীরের প্রথম হোম সিরিজ। যা শুরু হচ্ছে টেস্ট দিয়ে।
ভারত টেস্ট খেলা শুরু করেছিল সেই ১৯৩২ সালে। তারপর থেকে এই ৯২ বছরে এখনও অবধি ভারত খেলেছে ৫৭৯ টেস্ট। ড্র হয়েছে ২২২ ম্যাচ। ভারত হেরেছে ১৭৮ ম্যাচ। আর জয়? ১৭৮ ম্যাচে। কাকতালীয় হলেও সত্যি।
তাই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টটা জিতলেই ১৭৯ টেস্ট ম্যাচ জেতা হয়ে যাবে ভারতের। তাহলে ১৯৩২ সালে টেস্ট খেলা শুরু করার পর এই প্রথম হারের থেকে জয়ের সংখ্যা বেশি হবে ভারতের।
এর আগে দ্রাবিড়ের কোচিংয়ে ভারত টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৪–১ ব্যবধানে হারিয়েছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে ভারত। তারপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ।
তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে পাঁচ টেস্টের সিরিজ। সেই সিরিজ এবার হবে অস্ট্রেলিয়ায়। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ভারত আছে শীর্ষে। অস্ট্রেলিয়া দুইয়ে। আর বাংলাদেশ আছে চারে।
তাই ভারত-বাংলাদেশ সিরিজটা বেশ উত্তেজক হবে বলে ক্রিকেটপ্রেমীদের আশা। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টটা হবে ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন