নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে বিলুপ্তপ্রায় সংরক্ষিত প্রজাতির ৪ টি রাসেল ভাইপার সাপকে পিটিয়ে হত্যা করেছে চাষীরা।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতলী ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীর জেগে ওঠা চরে সাপগুলোকে হত্যা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মার জেগে ওঠা চরে এখন চাষাবাদের প্রস্তুতি চলছে। সোমবার (৪ ডিসেম্বর) সকালে জমি প্রস্তুতির জন্য ওই চরে যান কয়েকজন কৃষক। এসময় রাসেল ভাইপার দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে একে একে ৪ টি সাপকে পিটিয়ে হত্যা করেন তারা।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহী বিভাগীয় বন কর্তকর্তা আহম্মদ নিয়ামুর রহমান জানান, রাসেল ভাইপার বিলুপ্তপ্রায় সংরক্ষিত প্রজাতি। গ্রামে অনেক সময় আতঙ্কিত হয়ে মানুষ সাপ হত্যা করছে। এসব ঘটনায় সচেতনতায় ব্যাপক কর্মসূচির পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেয়া হচ্ছে। তবে এ বিষয়ে ব্যক্তি সচেতনতাও জরুরি।
উল্লেখ্য, রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া হচ্ছে একটি মারাত্মক বিষধর সাপ। দেশের বিলুপ্তপ্রায় সবচেয়ে বিষধর সাপ রাসেল ভাইপার। সীমান্তবর্তী এলাকাগুলোতে এই সাপ বেশি দেখা যায়।