বুধবার, ২৫ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১১ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সুখেন মুখোপাধ্যায়
ওঁৎ পেতে বসে আছে দুর্বাসা মেঘ
তার মগজের উত্তুঙ্গে বেড়ে ওঠে
দুরন্ত দুলদুলের অক্ষয় নাদ
ক্ষয়িষ্ণু ক্সচত্রের শেষ সন্ধ্যায়
হাহাকার মুছে ফেলে আজি দখলে নেবে
সমস্ত আকাশের আল্পনা কারুকাজ
রুদ্ধরোষে ল-ভ- কপট আলোকসজ্জা
বিলাসের সাজানো বাগান
গ্লানি ক্লেশ আর নপংসুক বর্বর অত্যাচারে
পুষ্ট পেয়াদার অকৃত বৎসর
অজ¯্র প্রশ্নাভারে দীর্ণ
অবিশ্বাসের কালো ইতিহাস
নটরাজের ডমরুদোলকে
ওই বাজে ঝড়ের সিম্ফনি
সংবর্ত সাজিয়ে নামে
আবাহনের পয়েলা বৈশাখ
ভাঙা বট দেবদারু পাইকর
আনকোরা বসতির নষ্ট নীড়
দ্বিচারী বৈভবের রথবাড়ি
নিরোধ্য ঝড়ের মাথায় চেপে
চলেছে কালান্তরে
বৈশাখ আবারো উচ্চশ্রবা বিপুল বিশ্বাসে
তার তীক্ষè তর্জনীতে অলক্ত আহ্বান-
আর যেন মন্দির মসজিদ না ভাঙে
না শুকায় বাঙালির মানসসরোবর
এসো ভাঙি দানবের বিষ দাঁত
বৈশাখ আজো বিশল্যকরণী
অশুদ্ধ অসুরবাঙালির।